Diploma in Medical Assistant Training Course (MATS)
You are here : Home/Diploma in Medical Assistant Training Course (MATS)

Diploma In Nursing Science & Midwifery

3 yeRS COURSE DURATION

MATS কেন পড়বেনঃ

বর্তমানে সরকারি পর্যায়ে মাত্র ৮টি ম্যাটস প্রতিষ্ঠান আছে।  প্রাতিষ্ঠানিক অপ্রতুলতার কারনে বেসরকারি প্রতিষ্ঠানেও এই কোর্স চালু করেছে সরকার। এই কোর্স সম্পন্ন কারীদের Diploma of Medical Faculty Degree দেয়া হয়। চাকরি না করলেও একজন DMF ডাক্তার প্রাইভেট চেম্বার করেও উপার্জন করতে পারে। অর্থাৎ এই কোর্স করলে চাকরির পাশাপাশি আত্ম-কর্মসংস্থানেরও যথেষ্ট সুযোগ আছে। এই সেক্টরে পড়াশোনা করলে তরুন প্রজন্ম নিঃসন্দেহে পাবে ভবিষ্যৎ কর্মময় জীবনের দিক-নির্দেশনা।

এই কোর্স পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহঃ 


ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে অত্যধুনিক উন্নত মানের ল্যাব সুবিধা, ল্যাব গুলি হলো:-

১। Anatomy Lab


২। Physiology Lab


৩। Pathology lab


৪। Community Medicine Lab সহ যুগোপযোগী সকল ল্যাব সুবিধা প্রদান করা হয় এবং দক্ষ ল্যাব ইনস্ট্রাক্টর দ্বারা ল্যাব পরিচালনা করা হয়।

কর্মক্ষেত্র

MATS কোর্স সম্পর্ন্ন কারীকে DMF  সার্টিফিকেট প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। এই ডিগ্রি প্রাপ্তদের কে বলা হয় সহকারী ডাক্তার। DMF ডিগ্রি প্রাপ্ত ডাক্তারদের কর্মক্ষেত্রের পরিধি বিশাল। সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন স্বাস্থ্য - উপকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, স্কুল হেলথ্‌ ক্লিনিক, বিভিন্ন আধাসরকারি/ কর্পোরেশন যেমনঃ তিতাস গ্যাস, বি আই ডব্লিউ টি এ, বিজি প্রেস, বাংলাদেশ বিমান, ইত্যাদি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যেমন:- ব্র্যাক,আশা, গণস্বাস্থ্য, কেয়ার, গণ সাহায্য সংস্থা, আই সি ডি ডি আর বি, সেভ দ্যা চিলড্রেন, প্রভৃতি প্রতিষ্ঠানে তারা নিয়োগ প্রাপ্ত হয় এবং কাজ করার সুযোগ পায়। এছাড়াও দেশি বিদেশী নানা প্রতিষ্ঠানেও কাজ করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে আরও নতুন নতুন কর্ম ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিতে DMF  দের সাব এ্যাসিস্টেন্ট কমিউনিটি  মেডিকেল অফিসার বা উপ-সহকারী চিকিৎসক কর্মকর্তা  অথবা মেডিকেল এ্যাসিস্টেন্ট হিসাবে এবং বেসরকারি ক্ষেত্রে নানাবিধ পদে চাকরির সম্ভাবনা রয়েছে।  এক কথায়, এই কোর্স সম্পন্ন করলে ১০০% নিশ্চিত চাকরি অথবা আত্ম-কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

Nursing admission07
পদ মর্যাদা (সার্টিফিকেট প্রদান ও স্বীকৃতি)

চার বছর মেয়াদী এই কোর্স শেষের পর সহকারী চিকিৎসক হিসাবে পেশাজীবী সনদপত্র ও রেজিস্ট্রেশন  দেওয়া হয়। চূড়ান্ত ভাবে কোর্স সম্পন্নকারীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সার্টিফিকেট প্রদান করে। সরকারি কিংবা  বেসরকারি প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে  সমমানের DMF  ডিগ্রী প্রদান করা হবে। কোন মেডিকেল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রি গ্রহণ করা থাকলেও সরকারি ডাক্তার হিসাবে প্র্যাকটিস শুরু করা যায় না। ডাক্তার হিসাবে প্র্যাকটিস শুরু করতে চাইলে Bangladesh Medical and Dental Council( BMDC) থেকে নিবন্ধন নিতে হয়। MATC  কোর্স করলেও  BMDC  থেকে রেজিঃ প্রদান করা  হয়। ফলে ম্যাটস্‌ কোর্স শেষ করেও  BMDC  রেজিস্ট্রেশন নিয়ে সহকারী ডাক্তার হিসাবে কাজ করা যায়।


ভর্তির যোগ্যতাঃ

বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ এস.এস.সি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে। ভর্তিকৃত সালের ৫ বছর আগের শিক্ষা বিরতি শিথিল যোগ্য।

Download Admission Form